ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

পাক-ভারত সীমান্তে তুমুল উত্তেজনা, ভয়ঙ্কর গোলাগুলি

প্রকাশিত: ২২:৪৩, ২৪ মার্চ ২০২৫

পাক-ভারত সীমান্তে তুমুল উত্তেজনা, ভয়ঙ্কর গোলাগুলি

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ, স্নাইপার এবং আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ ঘটনায় ভারত দোষ চাপিয়েছে পাকিস্তানের ওপর। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোববার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এই অঞ্চলে ৩ থেকে ৫ জন স্বাধীনতাকামী যোদ্ধাকে দেখা যাওয়ার পর সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ব্যাপক গোলাগুলির খবর শুনেছেন স্থানীয়রাও। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির কারণে গ্রামে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি গ্রামের নার্সারির ভেতরে একটি ঘরে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এরপরই শুরু হয় গোলাগুলি। জানা গেছে, নিরাপত্তা কর্মীরা ভেতরে প্রবেশ করায় তাদের উপর প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। এরপর ঘটনাস্থলে দ্রুত পাঠানো হয় অতিরিক্ত বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে তারা।

সূত্র: https://www.youtube.com/watch?v=E9XmkF-qEc4

রাকিব

×