
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা। সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ, স্নাইপার হামলা এবং আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে,এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার বলেছেন, "প্রায় ২৫০ রাউন্ড তীব্র গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।" ভারতীয় গণমাধ্যমের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির কারণে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পাকিস্তান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের সান্নাল গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল তল্লাশি অভিযান শুরু করে, এরপরই শুরু হয় গোলাগুলি। ঘটনাস্থলে দ্রুত পাঠানো হয় অতিরিক্ত বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে তারা।
গুলি বিনিময়ে আহত হয়েছেন একজন পুলিশ সদস্য। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা নিশ্চিত না করলেও বেসামরিক মানুষদের জিম্মি করার চেষ্টার খবর পাওয়া গেছে।
শিলা ইসলাম