ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ায় বন্যা

প্রকাশিত: ২১:০০, ২৪ মার্চ ২০২৫

মালয়েশিয়ায় বন্যা

মালয়েশিয়ার জোহর রাজ্যে ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রাজ্যের বিভিন্ন এলাকায় ১০ হাজার ৭০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। ১০ হাজার ৭৬৩ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, যা আগের রাতের তুলনায় দ্বিগুণেরও বেশি। বন্যার কারণে জোহর বাহরু শহরের কেন্দ্রস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। খবর রয়টার্সের।
সোমবার জোহর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্যানুযায়ী, ৩ হাজার ১৮টি পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত ১০ ঘণ্টায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জোহর বাহরু, যেখানে ৪ হাজার ২৯১  জনকে  সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ক্লুয়াং, কোটা টিঙ্গি, পন্টিয়ান ও কুলাই এলাকায় বহু মানুষ বন্যার কবলে পড়েছেন। এদিকে মালয় মেইল দেশটির উপ-যোগাযোগমন্ত্রী তেও নি চিং এর উদ্ধৃতি দিয়ে পৃথক আরও এক সংবাদে জানিয়েছে, জোহর রাজ্যের বন্যায় ছয়টি ফাইভ জি টেলিযোগাযোগ ট্রান্সমিটার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

×