
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনে ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করেছেন।
এই আলোচনা শুরু হয়েছে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনার কয়েক ঘণ্টা পর।
আলোচনার এজেন্ডায় রয়েছে, দুই দেশের মধ্যে শক্তি স্থাপনাগুলো এবং অসামরিক অবকাঠামোতে দীর্ঘপাল্লার আক্রমণ বন্ধ করা, পাশাপাশি ব্ল্যাক সি এলাকায় আক্রমণ বন্ধ করার বিষয়েও আলোচনা।
এদিকে, যুদ্ধ চলমান রয়েছে এবং উভয় দেশই পরস্পরকে রাত্রিকালীন ড্রোন আক্রমণ চালানোর অভিযোগ করছে।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/24/russia-ukraine-war-live-us-russia-start-ceasefire-talks-in-saudi-arabia
আবীর