ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল কতদিন টিকে থাকতে পারবে?

প্রকাশিত: ১৫:২৮, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ১৫:২৯, ২৪ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল কতদিন টিকে থাকতে পারবে?

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইসরাইল দীর্ঘদিন ধরে একটি আক্রমণাত্মক সামরিক শক্তি হিসেবে পরিচিত। কিন্তু বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন দেওয়া বন্ধ করে দেয়, তাহলে দেশটি সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে।

বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত হলেও ইসরাইলের সামরিক শক্তির বড় অংশই মার্কিন অস্ত্র ও প্রযুক্তির ওপর নির্ভরশীল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সাহায্য দিয়ে থাকে, যা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। ইসরাইলের বিমান বাহিনীর F-35 ও F-16 যুদ্ধবিমান, আধুনিক ড্রোন, এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণভাবে মার্কিন সহায়তায় গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ বন্ধ করে, তাহলে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুতর সংকট দেখা দেবে।

ইসরাইলের অর্থনীতি উন্নত হলেও এটি বহুলাংশে মার্কিন সাহায্যের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও ইসরাইলকে সহায়তা করে।মার্কিন বিনিয়োগ ও ব্যবসায়িক চুক্তি কমে গেলে ইসরাইলের প্রযুক্তি খাতও ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধকালীন ব্যয়ভার বহনে সমস্যা হবে, কারণ ইসরাইলের সামরিক বাজেটের একটি বিশাল অংশ মার্কিন সহায়তা থেকে আসে।

বর্তমানে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ইসরাইলের বিরুদ্ধে অনেক নিন্দা প্রস্তাব আনা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র সেগুলো ভেটো দিয়ে রক্ষা করে। যদি মার্কিন সমর্থন উঠে যায়, তাহলে ইসরাইল কূটনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন ইস্যুতে সমর্থন হারাতে পারে ইসরাইল।

ইসরাইলের সবচেয়ে বড় শত্রু হিসেবে পরিচিত ইরান। বর্তমানে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরান সরাসরি হামলা চালাতে পারে না। তবে যুক্তরাষ্ট্র যদি সমর্থন প্রত্যাহার করে, তাহলে ইরান আরও আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে পারে। মধ্যপ্রাচ্যে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম তুরস্ক, যারা ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে তুরস্ক সরাসরি ইসরাইলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারে। যদিও কিছু আরব দেশ (যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব) ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে, কিন্তু মার্কিন সমর্থন না থাকলে আরব বিশ্বে ইসরাইলের প্রভাব কমে যাবে।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তার কৌশলগত স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করছে। তবে যদি ভবিষ্যতে কোনো কারণে মার্কিন সমর্থন বন্ধ হয়ে যায়, তাহলে ইসরাইলকে টিকে থাকার জন্য বিকল্প পথ খুঁজতে হবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যে এটি একটি বড় পরিবর্তন আনতে পারে, যেখানে ইসরাইলের শত্রু দেশগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। এই পরিস্থিতিতে ইসরাইল কিভাবে নিজেদের রক্ষা করবে, তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইসরাইলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

 

 

 

ফারুক

×