
ছবি:সংগৃহীত
মাস্কের কন্যা ভিভিয়ান জেনা উইলসন যেন সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন তার পিতা ইলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ভিভিয়ানর জন্য এই লড়াইটি অস্তিত্ব রক্ষার লড়াই।
মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পৃথিবীতে মাত্র দুই ধরনের মানুষ আছে—পুরুষ এবং নারী। এর মাত্র দুই সপ্তাহ পর, তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের মেয়ে ভিভিয়ান নিজেকে একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, তিনি ট্রাম্পের বহু সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং ট্রাম্পকে সরাসরি কার্টুনের ভিলেন বলে অভিহিত করেছেন।
ভিভিয়ান জেনা উইলসন, ইলন মাস্কের কন্যা, একজন ট্রান্সজেন্ডার নারী। বাবার সাথে তার মতের মিল না হওয়ায় তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে চান। তিনি বলেন, ইলন মাস্কের রাজনৈতিক আদর্শ এবং জীবনের দর্শনের সাথে তিনি একমত নন। তিনি আরও জানান, তিনি মাস্কের কাছ থেকে কোনো টাকাও নেননি এবং বাবার নামও ছুড়ে ফেলে দিয়েছেন। তিনি আদালতে গিয়ে নিজের নাম থেকে মাস্কের নাম বাদ দিয়ে মায়ের পদবী 'উইলসন' যুক্ত করেছেন।
ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্ক, যিনি বর্তমানে সরকারি কার্যকারিতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ তার নিজের মেয়েই সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ট্রাম্প প্রশাসনের পলিসিগুলো মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য? শুধু ট্রান্সজেন্ডার ইস্যুতে নয়, অভিবাসন, বর্ণবাদ এবং পিছিয়ে পড়া মানুষের জন্য ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কট্টর সমালোচক ভিয়েনা। তিনি বলেন, নতুন সরকার পরিকল্পিতভাবে অসহায় মানুষের উপর আক্রমণ করছে, যা অনেকটা কার্টুনের ভিলেনের মতো।
ভিভিয়ানর জন্মদাতা পিতা ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু ভিভিয়ান বাবার কাছ থেকে কোনো সম্পত্তি নেননি। তিনি নিজের মত করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। ভিভিয়ান বর্তমানে টোকিওতে বসবাস করছেন এবং জাপানি ভাষা শিখছেন। তার ইচ্ছে ভবিষ্যতে একজন অনুবাদক হবেন।
ধনী ব্যক্তিদের হাতে পৃথিবীর সব সম্পদ জমা হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভিভিয়ান। তিনি মনে করেন, কর্পোরেট দুনিয়ার এই বৈষম্য শ্রমিকদের প্রতি অবিচার করছে। তার মতে, কাজের ন্যায্য মজুরি দেয়া উচিত এবং শুধু ওপরের দিকের কিছু লোকজনের জন্য সব সুবিধা থাকা ঠিক নয়। তার এই বক্তব্য নিশ্চিতভাবেই ইলন মাস্কের দিকে ইঙ্গিত করে।
ইলন মাস্ক যে তার মেয়েকে খুব বেশি পছন্দ করেন তা নয়। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিচ্ছিন্নতা বোধের কারণ হলো নব্য মার্কসবাদীদের দ্বারা স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো দখল হয়ে যাওয়া।
এই ঘটনাটি ইলন মাস্ক এবং ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ভিভিয়ানর এই স্পষ্ট এবং সাহসী অবস্থান অনেকের কাছেই প্রশংসা পেয়েছে।
সূত্র:https://youtu.be/VizViQPyNEI?si=Ufn8c36PXhH-Soci
আঁখি