
কেপ টাউন আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমনের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন ইব্রাহিম রাসুল
সাউথ আফ্রিকার সাবেক রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল, যাকে ট্রাম্প প্রশাসন ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছিল, তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে উপস্থিত অনেক সমর্থক প্যালেস্টাইনি পতাকা উড়িয়ে এবং “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
কেপ টাউনে পৌঁছানোর পর রাসুল বলেন, “এখনও গাজায় বোমাবর্ষণ চলছে এবং গুলি চলছেই। যদি সাউথ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) না থাকত, তবে ইসরায়েলকে প্রকাশ্যে আনা সম্ভব হতো না এবং প্যালেস্টাইনি জনগণের কাছে কোন আশা থাকতো না।”
তিনি আরও বলেন, “আমরা প্যালেস্টাইনি জনগণকে ত্যাগ করতে পারি ন, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কও ছেড়ে দিতে পারিনা। আমাদের এই সম্পর্কের জন্য সংগ্রাম করতে হবে, তবে আমাদের মর্যাদা বজায় রাখতে হবে।”
গত মাসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে সাউথ আফ্রিকাকে সমস্ত আর্থিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাউথ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, গাজায় যুদ্ধের সময় তারা জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।
সূত্র: আল-জাজিরা
আফরোজা