ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ইরানকে হুমকি দেয়ার পর ইউটার্ন নিচ্ছেন ট্রাম্প!

প্রকাশিত: ২২:০৩, ২৩ মার্চ ২০২৫

ইরানকে হুমকি দেয়ার পর ইউটার্ন নিচ্ছেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি না করতে হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই তাদের সাথে সম্পর্ক উন্নতির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়ে আসছিলেন। তার এই মধ্যপ্রাচ্য নীতি বিশৃঙ্খল পদক্ষেপ হিসেবে বিশ্লেষকদের অনেকেই আখ্যায়িত করেছেন, তাদের মতে, এতে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে। তবে এখন ট্রাম্প ইরান প্রশ্নে তার সুর অনেকটা নরম করতে দেখা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ এড়াতে চান। তিনি এক সাক্ষাৎকারে জানান, ট্রাম্প কিছু সপ্তাহ আগে ইরানকে পরমাণু কার্যক্রম নিয়ে সমঝোতার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। যদিও ইরান সেই চিঠিকে হুমকি হিসেবে বিবেচনা করে তা প্রত্যাখ্যান করেছে, তবে উইটকফ দাবি করেছেন, চিঠিটি আসলে একটি কূটনৈতিক পদক্ষেপ ছিল, যার মাধ্যমে তেহরানের সাথে ওয়াশিংটনের বৈরিতা নিরসনের চেষ্টা করা হয়েছিল।

উইটকফ আরও বলেন, ট্রাম্প চিঠিতে নিজেকে শান্তির স্বপক্ষের প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন এবং ইরানের সাথে শান্তি স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের জন্যই সামরিক সংঘর্ষ থেকে বিরত থাকা উচিত, এবং আলোচনার মাধ্যমে সব সুরাহা করা সম্ভব। তিনি আরও জানান, সংঘাত বা যুদ্ধ এড়াতে ট্রাম্প ইরানের সাথে আস্থার সম্পর্ক গড়তে চান, যদিও সামরিকভাবে তেহরানকে ছাড়িয়ে থাকলেও কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে আগ্রহী।

উইটকফ এবং ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইল জানায়, ট্রাম্প ইরানের পরমাণু কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে, পাশাপাশি ইরানকে আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী জাতি হিসেবে পুনরায় তুলে আনার প্রস্তাব দিয়েছেন। একইসাথে, পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞাগুলোর বাধা ভেঙে আলোচনা এগিয়ে নেয়ার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী সম্প্রতি ট্রাম্পকে উদ্দেশ্য করে হুমকি দেন। তিনি বলেন, যারা ইরানের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের শক্তভাবে প্রতিহত করা হবে এবং তেহরান কোনো ছাড় দেবে না।

এদিকে, ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানী ট্রাম্পের হুমকিকে উপহাস করে বলেছেন, ভয়ভীতি দেখিয়ে কখনোই ইরানকে পরাজিত করা যাবে না। তিনি সতর্ক করে দেন, শত্রুদের বিভ্রম পরিত্যাগ করা জরুরি, এবং ইরানের নৌবাহিনী যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/wrfXRnnsl-U?si=NXBrbjNkrZPV2wJR

এম.কে.

×