
ছবি: সংগৃহীত
বিভিন্ন মামলায় এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান। এবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য শর্ত দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
তিনি বলেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যদি ২০২৩ সালের ৯ মে'র দাঙ্গার ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চান, তবেই তার মুক্তি সম্ভব। সেক্ষেত্রে আদালত যদি তার জামিন মঞ্জুর করেন তাহলে সরকারের কোন আপত্তি নেই।'
তবে স্থানীয় গণমাধ্যম পাকিস্তান অবজার্ভারের তথ্য অনুযায়ী, ইমরান খান ক্ষমা চাইবেন না বরং তিনি আদালতে একাধিক মামলা দায়ের করেছেন। আর পিটিআই নেতাকর্মীদের দাবি, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।
উল্লেখ্য, ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে ২০২৩ সালের ৯ মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের কারণে পাকিস্তান জুড়ে অস্থিরতা সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে সরকারি ভবন, সেনাবাহিনীর স্থাপনা, রাজনৈতিক দলগুলোর অফিসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ চালানো হয়। পিটিআই এর এই বিক্ষোভকে দাঙ্গা হিসেবে আখ্যা দিয়েছিল বর্তমান সরকার।
সূত্র: https://www.youtube.com/watch?v=rQ4HHShHRts
রাকিব