ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

হিজবুল্লাহর উপস্থিতি লেবাননের নিরাপত্তার জন্য অপরিহার্য,জানান বিশ্লেষকরা

প্রকাশিত: ২০:৩৮, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ২০:৩৮, ২৩ মার্চ ২০২৫

হিজবুল্লাহর উপস্থিতি লেবাননের নিরাপত্তার জন্য অপরিহার্য,জানান বিশ্লেষকরা

হিজবুল্লাহ নিয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, তাদের অস্তিত্ব লেবাননে অব্যাহত থাকবে, কারণ এটি একমাত্র সামরিক শক্তি যা ইসরায়েলিদের মোকাবিলা করার সক্ষমতা রাখে।
ব্রাসেলস-ভিত্তিক সামরিক বিশ্লেষক ইলিজা ম্যাগনিয়ার বলেন, “হিজবুল্লাহ বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত; তাদের শক্তি ব্যাপকভাবে কমে গেছে। মাত্র এক সপ্তাহ আগে, হিজবুল্লাহ তাদের সব যোদ্ধাকে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।”

তিনি আরও জানান, লিটানি নদী সংলগ্ন এলাকায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি "বিপরীত দৃষ্টিভঙ্গি" রয়েছে, বিশেষত, ত্রাসের সময়কালীন সীমান্তরেখা নিয়ে।

হিজবুল্লাহ লিটানি নদীর উত্তরে এবং দেশের অন্যান্য অঞ্চলে তার শক্তি বজায় রেখেছে। তবে, এই শক্তি অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। এখন তাদের লক্ষ্য আঞ্চলিক নয়, বরং দেশীয়,” তিনি আল জাজিরাকে জানান।

ইসরায়েল হিজবুল্লাহকে তার অস্তিত্বকে জাস্টিফাই করতে সাহায্য করছে, কারণ তারা আরও লেবাননি ভূমি দখল করে রেখেছে। লেবাননের সরকার ইসরায়েলিদের সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না।


এ কারণেই হিজবুল্লাহ বলছে, ‘আমার উপস্থিতি এবং শক্তি লেবাননের নিরাপত্তার জন্য অপরিহার্য, যতক্ষণ না সরকার ইসরায়েলি বাহিনীকে বের করে দেওয়ার শক্তি ও সামরিক ক্ষমতা অর্জন করতে পারে, যা বাস্তবিকভাবে সম্ভব নয়।’


সূত্র: আল-জাজিরা

আফরোজা

×