ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

যুক্তরাজ্যে চাকরি হারানোর শঙ্কায় ইউক্রেনীয়রা

প্রকাশিত: ২০:৩৭, ২৩ মার্চ ২০২৫

যুক্তরাজ্যে চাকরি হারানোর শঙ্কায় ইউক্রেনীয়রা

যুক্তরাজ্যে হাজার হাজার ইউক্রেনীয় অভিবাসী চাকরি ও বাসস্থান হারাতে পারেন। ভিসা নবায়ন করা নিয়ে অনিশ্চয়তা থাকায় তারা এই ঝুঁকিতে পড়তে পারেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি নতুন জরিপের বরাত দিয়ে এ খবর জানায় সংবাদমাধ্যমটি। খবর রয়টার্সের।
এতে বলা হয়, হোমস ফর ইউক্রেনের মতো বিশেষ প্রকল্পের অধীনে বর্তমানে প্রায় ২ লাখ ৭০ হাজার ইউক্রেনীয় নাগরিক যুক্তরাজ্যে বাস করেন। এই প্রকল্পের আওতায় রাশিয়ার সঙ্গে সংঘাতের কারণে পালিয়ে আসা ব্যক্তিদের তিন বছরের ভিসা প্রদান করা হয়। তবে এই প্রকল্পটি নতুন আবেদনকারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদ্যমান ভিসার মেয়াদ এখন শেষের দিকে। তবে ইউক্রেন পারমিশন এক্সটেনশন স্কিম নামের নতুন একটি প্রকল্পের অধীনে ১৮ মাসের ভিসা নবায়নের অনুমতি দেয়া হলেও ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের অধীনে কোনো আবেদন গ্রহণ করা হয়নি।

×