ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫০ হাজার ছাড়াল

প্রকাশিত: ২০:৩৫, ২৩ মার্চ ২০২৫

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫০ হাজার ছাড়াল

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইল হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উড়ছে

ইসরাইলি বিমান হামলায় গাজায় একদিনে আরও ৩৪ জন নিহত হয়েছেন। তেলআবিবের একের পর এক হামলায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মানবিক সংকট। অন্যদিকে লেবাননের ছোড়া রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। এদিকে রবিবার ভোরে গাজার দক্ষিণের খান ইউনিসে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য সালাহ আল বারদাউইল স্ত্রীসহ নিহত হয়েছেন। রবিবার গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের চালানো হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়ে গেছে। খবর বিবিসির।

রবিবার গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজা সিটির তুফাহ এলাকায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তানসহ মোট পাঁচজন সদস্য নিহত হন। একই দিন দখলকৃত পশ্চিমতীরের জেরিকো শহরের কাছে হামলা চালিয়েছেন ইসরাইলি বসতি স্থাপনকারীরা। ইসরাইলের অব্যাহত হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে প্রায় অকেজো উপত্যকাটির চিকিৎসাব্যবস্থা। মেমাদানি হাসপাতাল, যা গাজার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র, বর্তমানে আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে।

×