
ছবি: সংগৃহীত
মার্কিন বিমানবাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে বোয়িং। নতুন যুদ্ধবিমানটির নাম এফ-৪৭, যা শত্রুর জন্য 'অদৃশ্য' আতঙ্ক হয়ে উঠবে, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প গত শুক্রবার হোয়াইট হাউসে বোয়িংকে এই যুদ্ধবিমান নির্মাণের চুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এগুলোর ক্ষমতা হবে অভূতপূর্ব এবং শত্রুরা কখনোই এগুলো আসতে দেখতে পাবে না।” এফ-৪৭ নামকরণ করা হয়েছে কারণ ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
এই বিমানটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান এবং এর প্রযুক্তি অত্যন্ত উন্নত। যদিও এর সঠিক বৈশিষ্ট্য বা সক্ষমতা সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি, তবে ট্রাম্প আভাস দিয়েছেন যে এটি রাডারে 'প্রায় অদৃশ্য' হবে।
বোয়িং এই চুক্তি থেকে আর্থিক পুনরুদ্ধারের বড় সুযোগ পাচ্ছে, কারণ এটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হতে যাচ্ছে। বোয়িংয়ের শেয়ার ট্রাম্পের ঘোষণার পর ৫ শতাংশ বেড়েছে, যদিও তাদের প্রতিদ্বন্দ্বী লকহিড মার্টিনের শেয়ার ৭ শতাংশ কমেছে।
শিহাব