
ছবি: সংগৃহীত
গাজার দ্বিতীয় ধাপের চুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনার মধ্যেই গত মঙ্গলবার (১৮ মার্চ) উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরাইল। নতুন করে এই অভিযানের কারণে জিম্মিদের মুক্তির বিষয়ে শঙ্কা দেখা দেয়ায় ইসরাইলিদের মধ্যেই বাড়ছে অসন্তোষ।
গাজায় যুদ্ধ বন্ধের চুক্তি করে জিম্মিদের মুক্তির দাবিতে গতকাল শনিবার (২২ মার্চ) টানা চতুর্থ দিনের মতো রাজপথে নামেন দেশটির বাসিন্দারা। তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহরে বিক্ষোভ করে ইসরাইলিরা, দেন সরকারবিরোধী নানা স্লোগান। 'লড়াই নয়, চুক্তি জীবন বাঁচাবে' এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের বাইরে জড়ো হয়ে তার পদত্যাগের দাবিও তোলেন।
আন্দোলনকারীদের অভিযোগ, 'চলমান সংকট মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরাইল সরকার। গত ২০ বছরে তিনি দেশের কথা ভাবেননি, নাগরিকদের কথা ভাবেননি। আমরা দেশের জন্য লড়াই করব, তবে দেশকে ধ্বংস হতে দেবো না। আমরা চাই, আমাদের সব জিম্মি নিরাপদে বাড়ি ফিরুক।'
তবে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। বেশ কয়েকটি স্থানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=OQ7Kgja9FV4
রাকিব