ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

তালেবান নেতার তথ্যের বিনিময়ে কোটি ডলার পুরস্কারের ঘোষণা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৪৬, ২৩ মার্চ ২০২৫

তালেবান নেতার তথ্যের বিনিময়ে কোটি ডলার পুরস্কারের ঘোষণা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

তালেবানের অন্যতম নেতা সিরাজুদ্দিন হাক্কানি, যিনি বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। তাকে ধরতে তথ্যের প্রদানের বিনিময়ে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র, যা সম্প্রতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত শনিবার (২২ মার্চ) কাবুলের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

বছর দুয়েক জিম্মি করে রাখার পর গত বৃহস্পতিবার জর্জ গ্লেজম্যান নামে জিম্মি এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান। এরপরই হাক্কানির তথ্যের বিনিময়ে পুরস্কার তুলে নেওয়ার খবর জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে এখনো এই পুরস্কারের ঘোষণা রয়ে গেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে পর্যটক হিসেবে আফগানিস্তান ভ্রমণের সময় তালেবানের হাতে আটক হয়েছিলেন এই মার্কিন। গত জানুয়ারির পর এবার নিয়ে তৃতীয়বারের মতো মার্কিন জিম্মি মুক্তি দিল তালেবান।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=CcY69d7nyqg

রাকিব

×