ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

মেয়রের গ্রেপ্তারের পর তুর্কিতে ’ন্যায়বিচারের’ জন্য বিক্ষোভ

প্রকাশিত: ১৬:৩৯, ২৩ মার্চ ২০২৫

মেয়রের গ্রেপ্তারের পর তুর্কিতে ’ন্যায়বিচারের’ জন্য বিক্ষোভ

ছবি: সংগৃহীত

তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে বুধবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যিনি ২০২৮ সালের রাষ্ট্রপতি পদে প্রধান অপজিশন দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) থেকে প্রার্থী হওয়ার জন্য নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। ইমামোগলু অভিযোগ অস্বীকার করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় বলেছেন, "আমি কখনও মাথা নত করব না।"

তার গ্রেপ্তারি তুরস্কজুড়ে ব্যাপক প্রতিবাদ সৃষ্টি করেছে, যেখানে বিক্ষোভকারীরা "অধিকার, আইন, ন্যায়" স্লোগান দেয়। সরকারী সমাবেশ নিষেধাজ্ঞা সত্ত্বেও, ইস্তাম্বুল, আঙ্কারা এবং ইজমিরসহ বিভিন্ন শহরে পুলিশ জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করেছে। তবে বিক্ষোভগুলি মূলত শান্তিপূর্ণ ছিল, এবং শুক্রবার ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

ইমামোগলুর গ্রেপ্তারিকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন, কারণ তিনি এরদোয়ানের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তার গ্রেপ্তারের একদিন আগে, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় তার ডিগ্রী বাতিল ঘোষণা করে, যা তাকে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, কারণ তুর্কি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রার্থীকে উচ্চশিক্ষা সমাপ্ত করতে হবে।

এরদোয়ান ২২ বছর ধরে তুরস্কের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আছেন। তবে, ২০২৮ সালে পুনরায় নির্বাচন করতে হলে তাকে সংবিধান সংশোধন করতে হবে, কারণ বর্তমান নিয়মে তার আরেকটি মেয়াদ চালানো সম্ভব নয়। বিরোধী নেতারা এসব গ্রেপ্তারিকে রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ করছেন। তবে, তুরস্কের আইন মন্ত্রণালয় বলছে, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং তারা এরদোয়ানের সঙ্গে এসব গ্রেপ্তারের কোনো সম্পর্ক অস্বীকার করছে।
 

সূত্র: https://www.bbc.com/news/articles/c0egjvj8vdro

আবীর

×