
ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনিসে হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতা সালাহ আল-বারদাউইলকে হত্যা করেছে। একদিনের অবিরাম বোমাবর্ষণে অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। একটি সন্দেহজনক রকেট হামলার জবাবে চালানো এই অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছেন, যা চার মাস আগে হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী হোদেইদা বিমানবন্দরে তিনটি এবং লোহিত সাগরের আস-সালিফ বন্দরে আরেকটি বিমান হামলা চালিয়েছে।
সূত্র: https://www.google.com/amp/s/www.aljazeera.com/amp/news/liveblog/2025/3/23/live-israel-bombs-lebanon-and-syria-kills-at-least-32-in-gaza
আবীর