ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

১৮ ঘণ্টা পর হিথ্রো বিমানবন্দর স্বাভাবিক

প্রকাশিত: ২০:৫৯, ২২ মার্চ ২০২৫

১৮ ঘণ্টা পর হিথ্রো বিমানবন্দর স্বাভাবিক

শুধু ব্রিটেন নয়, সমগ্র ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো। শুক্রবার বিমানবন্দরের পাশের বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে বিমান ওঠানামা বন্ধ থাকায় বহু যাত্রী সমস্যায় পড়েন।  টানা ১৮ ঘণ্টা এখানে বিমান ওঠানামা বন্ধ ছিল। অবশেষে শুক্রবার রাতের দিকে কয়েকটি বিমান উড়েছে। পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে শনিবার জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর বিবিসির। শনিবার ভোর থেকে পুরোদমে বিমানের ওঠানামা শুরু হয়। লন্ডনের দমকলবাহিনী জানিয়েছে, নিকটবর্তী একটি বিদ্যুৎকেন্দ্র (ইলেকট্রিক্যাল সাবস্টেশন) থেকে হিথ্রোয় আগুন ছড়িয়ে পড়েছিল। সেই কেন্দ্রে মজুত ছিল ২৫ হাজার লিটার তেল, যা দাউ দাউ করে জ্বলেছে। শুধু ব্রিটেন নয়, সমগ্র ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো। আগুন বিপর্যয়ে সেখানে ১৮ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকায় বহু যাত্রী সমস্যায় পড়েছেন। লন্ডনে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। অনেক বিমান বাতিল হয়েছে। অনেক বিমানের সময় পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছেন হিথ্রো কর্তৃপক্ষ। শুক্রবার লন্ডনের দমকল বিভাগ জানায়, যে বিদ্যুৎকেন্দ্র থেকে আগুন লেগেছে, সেখানে প্রচুর পরিমাণে তেল মজুত করা ছিল।

×