ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

জাপান, দ. কোরিয়া ও চীনা পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

প্রকাশিত: ২০:৫৭, ২২ মার্চ ২০২৫

জাপান, দ. কোরিয়া ও চীনা পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

টোকিওতে বৈঠকে মিলিত হন চীনা পররাষ্ট্রমন্ত্রী, দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী

জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত এই বৈঠককে জাপানের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। দেশটির চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঐতিহাসিক ও আঞ্চলিক বিরোধ রয়েছে। খবর আলজাজিরার।
শনিবার ঐতিহাসিক এই বৈঠকে মিলিত হন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই ইউল ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে পূর্ব এশীয় নিরাপত্তা ও অর্থনৈতিক নানা সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইওয়ায়া বলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও দক্ষিণ কোরিয়ার চো তাই ইউল আঞ্চলিক সহযোগিতার জন্য বৃহত্তর সমর্থন অর্জনে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করা উদ্বেগ মোকাবেলায় সম্মত হয়েছেন। তিনি আরও বলেন, তারা জাপানে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন। ধারাবাহিকভাবে জন্মহার কমে যাওয়া এবং বার্ধক্য জনসংখ্যা বৃদ্ধির মতো বিষয়গুলো কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে ওই সম্মেলনে আলোচনা করা হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, আমাদের তিন দেশের সম্মিলিত জনসংখ্যা প্রায় ১.৬ বিলিয়ন। আমাদের অর্থনৈতিক উৎপাদন ২৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।

×