ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সৌদি বিশ্বকাপ স্টেডিয়ামে পাকিস্তানি শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ১৬:৪৪, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৪৫, ২২ মার্চ ২০২৫

সৌদি বিশ্বকাপ স্টেডিয়ামে পাকিস্তানি শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আরামকো স্টেডিয়ামে ২০৩৪ ফিফা বিশ্বকাপের জন্য নির্মাণকাজে নিয়োজিত এক পাকিস্তানি ফোরম্যান, মুহাম্মদ আরশাদ, মৃত্যুবরণ করেছেন। তিনি ১২ মার্চ স্টেডিয়ামের উপরের একটি স্তর থেকে পড়ে যান, যা সৌদিতে বিশ্বকাপ নির্মাণস্থলে প্রথম শ্রমিক মৃত্যুর ঘটনা হিসেবে নিশ্চিত করা হয়েছে।

বেলজিয়ান নির্মাণ প্রতিষ্ঠান বেসিক্স গ্রুপ জানিয়েছে, আরশাদ ফর্মওয়ার্ক প্ল্যাটফর্মে কাজ করছিলেন, যা হঠাৎ কাত হয়ে যায়। যদিও তিনি পড়া ঠেকানোর সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করছিলেন, তবে ঘটনাক্রমে তিনি অ্যাংকর পয়েন্টের সঙ্গে সংযুক্ত ছিলেন না, ফলে মারাত্মকভাবে আহত হন এবং হাসপাতালে মারা যান। শ্রমিকদের এই দুর্ঘটনার ছবি বা তথ্য প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

আরশাদ ছিলেন তিন সন্তানের জনক ও তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মরদেহ পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে, তবে এখনো তার পরিবার আনুষ্ঠানিকভাবে নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো বিজ্ঞপ্তি বা ক্ষতিপূরণের নিশ্চয়তা পায়নি।

এই মৃত্যু সৌদি বিশ্বকাপ নির্মাণ প্রকল্পে শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২৪ সালের হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের প্রতি শোষণের অভিযোগ তোলে, যেখানে আইটিভির একটি ডকুমেন্টারি দাবি করে যে ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে সৌদিতে ২১,০০০-এর বেশি ভারতীয়, বাংলাদেশি ও নেপালি শ্রমিক মারা গেছেন।

সৌদি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে দেশটির শ্রমিক মৃত্যুর হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। তবে বিশ্বকাপ নির্মাণকাজ চলতে থাকায়, সৌদি শ্রমিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সমালোচনা আরও তীব্র হতে পারে।

 

 

সূত্র: https://www.newarab.com/news/first-saudi-world-cup-worker-death-brings-heartbreak-pakistan

আবীর

×