ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

হুথিদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে: এই হামলার পর কি অপেক্ষা করছে?

প্রকাশিত: ০৯:২৭, ২২ মার্চ ২০২৫; আপডেট: ০৯:২৮, ২২ মার্চ ২০২৫

হুথিদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে: এই হামলার পর কি অপেক্ষা করছে?

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শুক্রবার (২১ মার্চ) রাতে ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। এটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। শনিবার ভোরে একটি টেলিভিশন ভাষণে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সারি আরও জানান, গত ৪৮ ঘণ্টায় এ নিয়ে তৃতীয় বারের মতো হামলা চালানো হলো।

এছাড়া, হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর ওপর একাধিক হামলা চালিয়েছে। তবে, মার্কিন সেনাবাহিনী এখনও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেও লোহিত সাগরে একাধিক মার্কিন জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালানোর পর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণ চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এই প্রেক্ষিতে, হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। হুথি গোষ্ঠী জানিয়েছে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চলবে, ততদিন তাদের হামলা অব্যাহত থাকবে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আপডেট হয়ে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ফিলিস্তিনিরা সম্ভবত আর জীবিত নেই।

 

রাজু

আরো পড়ুন  

×