ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

পবিত্র মক্কায় রহমতের বৃষ্টি, লাখো মুসল্লির হৃদয়ে আধ্যাত্মিক আবেশ

প্রকাশিত: ০৬:২৯, ২২ মার্চ ২০২৫

পবিত্র মক্কায়  রহমতের বৃষ্টি, লাখো মুসল্লির হৃদয়ে আধ্যাত্মিক আবেশ

ছবি: সংগৃহীত

মরুর বুকে এক অভূতপূর্ব দৃশ্য। পবিত্র কাবা শরীফ তাওয়াফরত হাজারো মুসল্লির মাথার ওপর নেমে এলো রহমতের বর্ষণ। আল্লাহর ঘরের আঙিনায় দাঁড়িয়ে বৃষ্টিস্নাত মুসল্লিরা যেন এক অপার্থিব অনুভূতির সাক্ষী হলেন।

সাধারণত, সৌদি আরবের মতো মরু অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে। কিন্তু গতকাল, ওমরাহ পালনের সময়, হঠাৎই আকাশ কালো হয়ে আসে। এক মনোরম আবহ তৈরি হয় চারপাশে। এরপরই শুরু হয় স্নিগ্ধ বৃষ্টি—যা মুহূর্তেই ভিজিয়ে দেয় কাবা প্রাঙ্গণে উপস্থিত লাখো মুসল্লিকে। কেউ বিস্ময়ে তাকিয়ে ছিলেন আকাশের দিকে, কেউ হাত তুলে দোয়া করেছেন, কেউ সিজদায় লুটিয়ে পড়েছেন, আর কেউ আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন।

 

বৃষ্টি আর তাওয়াফের এই মোহনীয় মুহূর্তের ভিডিও ও ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বজুড়ে মুসলিমরা এই বিরল দৃশ্য দেখে অভিভূত। অনেকেই একে বিশেষ রহমত ও বরকতের নিদর্শন হিসেবে দেখছেন।

হারামাইনে এমন বৃষ্টি বর্ষণ আল্লাহর অপার করুণার প্রতীক। বিশেষত, যখন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ওমরাহ পালনের জন্য পবিত্র নগরীতে সমবেত হন, তখন এমন একটি ঘটনার সাক্ষী হওয়া নিঃসন্দেহে এক অনন্য সৌভাগ্যের বিষয়।

বিশ্ব মুসলিম উম্মাহ এই মহিমান্বিত মুহূর্তের সাক্ষী হয়ে আরও বেশি কৃতজ্ঞচিত্তে আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহর রহমত যেন এভাবেই সারা বিশ্বের মুসলমানদের ওপর বর্ষিত হতে থাকে—এমনটাই প্রত্যাশা সবার

কানন

×