ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

২৫ দিন বয়সী নবজাতক, যুদ্ধে হারিয়েছে পুরো পরিবার!

প্রকাশিত: ০০:২৭, ২২ মার্চ ২০২৫

২৫ দিন বয়সী নবজাতক, যুদ্ধে হারিয়েছে পুরো পরিবার!

ছবিঃ সংগৃহীত

গাজার খান ইউনিসে এক বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এক মাস বয়সী এক শিশুকন্যাকে। ইসরায়েলি বিমান হামলায় তার বাবা-মা ও ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে কান্নার শব্দ শুনতে পান উদ্ধারকর্মীরা। কিছুক্ষণ পরই ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। তাকে দেখে উদ্ধারকারীরা উচ্চস্বরে আল্লাহর নাম নেন। এক ব্যক্তি শিশুটিকে দ্রুত একটি কম্বলে জড়িয়ে নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে দেন।

উদ্ধারকৃত শিশুকন্যার নাম এলা ওসামা আবু দাগ্গা। মাত্র ২৫ দিন আগে জন্ম নেওয়া এই শিশুটি এমন এক সময় জন্মেছিল, যখন গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর ছিল। অনেকে আশাবাদী ছিলেন, হয়তো এবার যুদ্ধ শেষ হবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি।

উদ্ধারকর্মী হাজেন আত্তার বলেন,
"আমরা যখন স্থানীয়দের জিজ্ঞাসা করলাম, তারা বলল শিশুটির বয়স এক মাস। সে ভোর থেকে ধ্বংসস্তূপের নিচে আটকা ছিল। কখনও কান্না করছিল, আবার কখনও চুপ হয়ে যাচ্ছিল, যতক্ষণ না আমরা তাকে উদ্ধার করি। আলহামদুলিল্লাহ, সে নিরাপদ আছে।"

শিশুটির বাবা-মা ও ভাই তো বটেই, হামলায় আরেকটি পরিবারও নিশ্চিহ্ন হয়ে গেছে—একজন বাবা ও তার সাত সন্তান নিহত হয়েছেন।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও এক শিশুর নিথর দেহ বের করে আনেন, যে তখনো বিছানায় শুয়ে ছিল।

শিশুটির দাদি ফাতিমা আবু দাগ্গা হৃদয়বিদারক শোকে ভেঙে পড়েছেন। তার ছেলেরা, পুত্রবধূরা ও আটজন নাতি-নাতনি—সবাই এক হামলায় মারা গেছেন। শুধু এই ছোট্ট শিশুটি বেঁচে আছে।

সূত্রঃ দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ইমরান

×