ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

নতুন বিতর্ক উসকে দিলেন ট্রাম্প 

প্রকাশিত: ২১:৪৬, ২১ মার্চ ২০২৫

নতুন বিতর্ক উসকে দিলেন ট্রাম্প 

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে বর্তমানে শতাধিক মামলা চলছে। এর মধ্যে কিছু বিচারক দেশব্যাপী স্থগিতাদেশও জারি করেছেন, যা প্রশাসনের কার্যক্রম ব্যাহত করছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিলের আদেশ স্থগিত করা নিয়ে নতুন করে বিতর্ক তীব্র হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানিয়েছে, যেন ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করা হয়।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প এক বার্তায় বলেন, নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল বিচারকদের লাগাতার হস্তক্ষেপ প্রশাসনের কার্যক্রমকে ব্যাহত করছে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

প্রধান বিচারপতি জন রবার্টস এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই নজিরবিহীন পরিস্থিতি অভিলম্বে সমাধান না করলে দেশ গভীর সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি। 

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, কোনো বিচারিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য হলে তা আদালতে আপিলের মাধ্যমে সমাধান করা উচিত। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের প্রথম মেয়াদকালে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া তিন বিচারকসহ কোর্টের বর্তমান কাঠামো তার পক্ষে কাজ করতে পারে। 

অনেকে মনে করছেন, ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করার এই প্রচেষ্টা মার্কিন বিচার বিভাগের স্বতন্ত্রতা ও নির্বাহী ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

শিলা ইসলাম

×