ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

পুতিনকে অপ্রয়োজনীয় দাবি বন্ধ করতে হবে: জেলেনস্কি

প্রকাশিত: ২০:৩২, ২১ মার্চ ২০২৫; আপডেট: ২০:৪২, ২১ মার্চ ২০২৫

পুতিনকে অপ্রয়োজনীয় দাবি বন্ধ করতে হবে: জেলেনস্কি

যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপ্রয়োজনীয় দাবি’ পেশ করা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিনকে অবশ্যই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য অপ্রয়োজনীয় দাবি করা বন্ধ করতে হবে এবং বিশ্বকে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে হবে। পুতিনের ওপর চাপ বজায় রাখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের বৈঠক করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

×