ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

গাজাবাসীর জন্য ইসরায়েলি নৃশংসতা যেন দুনিয়ায় রোজা রেখে জান্নাতে ইফতার

প্রকাশিত: ২০:০৪, ২১ মার্চ ২০২৫; আপডেট: ২০:০৯, ২১ মার্চ ২০২৫

গাজাবাসীর জন্য ইসরায়েলি নৃশংসতা যেন দুনিয়ায় রোজা রেখে জান্নাতে ইফতার

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতিতে প্রায় দেড় বছর পর গাজার মানুষের মুখে হাসি ফিরেছিল। গাজাবাসী হয়তো প্রস্তুতি নিচ্ছিল রোজার ঈদ উদযাপনের। হয়তো স্বপ্ন দেখেছিল এক টুকরো নতুন পোশাকের, একটু ভালো খাবারের।

হয়তো গত সোমবারও (১৭ মার্চ) সেই প্রস্তুতি নিয়েই ঘুমিয়েছিল তারা। কিন্তু সেই ঘুম আর ভাঙলো না মুয়াজ্জিনের আজানে। আজান শুরুর আগেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুরু হয়ে গেছে ধংসযজ্ঞ। নেতানিয়াহুর নির্দেশে ধূলোর মত উড়ে যেতে লাগলো পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণগুলো।

১৭ মার্চ রাতের আঁধারে ইসরায়েলি বাহিনীর কাপুরুষের মত এমন হামলায় বাকরুদ্ধ হয়ে গেছে যেন পুরো গাজাবাসী। এর পর থেকে চলছে নিয়মিত তাণ্ডব। ধ্বংসস্তূপের ভেতর থেকে মাথা তুলেছিল যে জলপাই গাছ, কথা ছিল, সেই গাছে আবারও আসবে ফুল, গাজার মানুষ ভুলে যাবে বিগত সব বিভীষিকার কথা।

কিন্তু তা আর হলো না। গত দেড় বছরে প্রায় ৫০ হাজারের মত তাজা প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল। নানান অজুহাতে তারা হামলা করেই যাচ্ছে গাজায়। ট্রাম্পও ঘোষণা দিয়ে রেখেছেন, গাজা দখল হবেই, হবে রিসোর্ট। আর নেতানিয়াহু বলছেন, এটা তো কেবল শুরু। অর্থাৎ সামনে হয়তো আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে গাজাবাসীর জন্য।

গাজাবাসী এগুলো জানে, তবুও তারা মাটি কামড়ে পড়ে থাকে। কারণ গাজার মাটির সাথে জড়িয়ে আছে পুরো উম্মাহর সম্মান। হয়তো তারা ভাবছে, এ মাটি ছেড়ে পালালে নিচু হবে দুনিয়ার সকল মুসলিমের মাথা। তাই তারা পালায় না। ঈদের কয়েকদিন আগেও রোজা অবস্থাতেই তারা মরে যাচ্ছে হাসিমুখে। হয়তো তারা ভাবছে, পৃথিবীতে রোজা জান্নাতে ইফতার করতে ক্ষতি কী?

 

সূত্র: https://www.youtube.com/watch?v=bkBeqQ49Gf4

রাকিব

×