
ভারতে প্রত্যর্পণের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে এ বার আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের দ্বারস্থ হলেন তাহাউর রানা। ২৬/১১ মুম্বই হামলায় অন্যতম অভিযুক্ত রানা আবেদনপত্রে এ বার তাঁর অসুস্থতার অজুহাত দিয়েছেন। আগামী ৪ এপ্রিল বিচারপতি রবার্টসের বেঞ্চে আবেদনের শুনানি হবে।
ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য চলতি মাসের আমেরিকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন রানা। আবেদনপত্রে লিখেছিলেন, ‘‘আমি পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম। তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর অত্যাচার চালাবেন বলে আশঙ্কা করছি।’’ কিন্তু গত ৭ মার্চ আমেরিকার সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাজ়ান প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য রানার আবেদন খারিজ করে দিয়েছিলেন।
কিন্তু নতুন আবেদনের ফলে প্রত্যর্পণের প্রক্রিয়া শ্লথ হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে। বিশেষত, রানা তাঁরা ‘অসুস্থতা এবং মৃত্যুর আশঙ্কার’ যুক্তি দিয়ে মার্কিন মানবাধিকার আইনের সুবিধা পেতে পারেন বলে অনেকে মনে করছেন। প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ২৬/১১ হামলার অন্যতম নাশকতাকারী রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্ট। বর্তমানে আমেরিকার জেলে তিনি বন্দি রয়েছেন। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় তাঁর যোগ পেয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। এর পর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছিল।
বস্তুত, দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। আইনি প্রক্রিয়ার কারণে তা বিলম্বিত হয়েছে।
সূত্র: আনন্দ বাজার
ফুয়াদ