
২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছিল, যা ঠেকাতে ব্যর্থ হয় ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থা। এ ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে এবার ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার কে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরাইলের মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে রোনেন বারের বরখাস্তের বিষয়টি অনুমোদন করা হয়। বৈঠকে নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে রোনেন বারের বরখাস্তের সিদ্ধান্তে একমত হয়। এর ফলে, বারের দায়িত্ব শেষ হবে আগামী ১০ এপ্রিল। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
২০২১ সালের অক্টোবরে শিন বেত (ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) এর প্রধান হিসেবে রোনেন বার কে নিযুক্ত করা হয় পাঁচ বছরের জন্য। তবে, সম্প্রতি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বারের বরখাস্তের ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি জানান, রোনেন বারের সঙ্গে তার চলমান অবিশ্বাস দিন দিন আরও বেড়েছে।
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর কার্যক্রমসহ সদস্যপদের তথ্য রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়। এই গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত কোনো সিদ্ধান্তের কারণে এর কার্যক্রমের গুরুত্ব আরও বেশি হয়ে ওঠে।
এদিকে, রোনেন বার তার বরখাস্তের সিদ্ধান্তকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন।
রাজু