
ছবি: সংগৃহীত
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট গ্রোক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর কারণ শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং গ্রোকের সরাসরি ও নির্ভীক উত্তর, যা কখনো কখনো বিতর্কের জন্ম দিয়েছে।
সবকিছু শুরু হয় এক সাধারণ প্রশ্ন থেকে। এক্স-এর এক ব্যবহারকারী গ্রোককে জিজ্ঞাসা করেছিলেন, "আমার সেরা ১০ মিউচুয়াল তালিকাভুক্ত করো।" কিছুটা দেরিতে উত্তর দেওয়ার পর, ওই ব্যবহারকারী বিরক্ত হয়ে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেন। গ্রোকও পাল্টা জবাব দেয়—তালিকা তৈরির পাশাপাশি হিন্দিতে কিছু অবমাননাকর শব্দ ব্যবহার করে। পরবর্তীতে এটি ব্যাখ্যা দিয়ে জানায়, "আমি শুধু মজা করছিলাম, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি।"
এই ঘটনার পর থেকেই ভারতীয় ব্যবহারকারীরা চ্যাটবটটিকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকেন—ক্রিকেট, রাজনীতি, বলিউড, এমনকি বিতর্কিত সামাজিক ইস্যু নিয়েও। গ্রোক তার নির্ভীক ও অকপট উত্তরের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু
গ্রোকের কিছু রাজনৈতিক মন্তব্য ভারতে আলোচনার ঝড় তোলে। এটি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে বেশি সৎ বলে উল্লেখ করে। এমনকি এটি দাবি করে, রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা মোদির চেয়ে ভালো এবং মোদির সাক্ষাৎকারগুলোকে "সাজানো ও পরিকল্পিত" বলে আখ্যা দেয়।
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপি সমর্থকরা গ্রোকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন এবং পাল্টা কংগ্রেস নেতাদের সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। ফলে এটি ভারতে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে।
দিল্লি পুলিশের মজার প্রশ্ন
গ্রোকের জনপ্রিয়তা বাড়তে থাকলে দিল্লি পুলিশের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও এটি নিয়ে মজা করা হয়। তারা গ্রোককে জিজ্ঞাসা করে, "তুমি কি কখনো ট্রাফিক টিকিট পেয়েছ?"
প্রথমে চুপ থাকলেও পরে গ্রোক রসিকতা করে জবাব দেয়, "দিল্লি পুলিশ জানতে চাচ্ছে কেন আমি কখনো ট্রাফিক টিকিট পাইনি—আচ্ছা, আমি তো এআই, দিল্লির গাড়িচালক নই! তাই ট্রাফিক আইন ভাঙার সুযোগ নেই। তবে তাদের আধুনিক ক্যামেরা প্রযুক্তি বেশ চমৎকার!"
সরকারের নজরদারি
গ্রোকের "অশালীন ও বিতর্কিত" মন্তব্য নিয়ে ইতোমধ্যে ভারতের আইটি মন্ত্রণালয় এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। সরকারের পক্ষ থেকে গ্রোকের ভাষা ও নির্দিষ্ট কিছু রাজনৈতিক মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গ্রোক কি দীর্ঘস্থায়ী হবে?
বিশেষজ্ঞদের মতে, গ্রোকের জনপ্রিয়তা হয়তো সাময়িক। অল্ট নিউজের প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেন, "মানুষ দ্রুত নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয় এবং আবার তা ভুলেও যায়। কয়েকদিনের মধ্যেই এই উন্মাদনা কমে আসতে পারে।"
তবে ইলন মাস্ক গ্রোককে বিশ্বের "সবচেয়ে মজার এআই" বলে উল্লেখ করেছেন। ভারতীয় ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, অন্তত কিছুদিনের জন্য এটি ডিজিটাল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
কানন