
ছবি:সংগৃহীত
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর একটি বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ হলো নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনা। এই ঘটনার জের ধরে শুক্রবার (২১ মার্চ) সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হিথ্রো বিমানবন্দর, যা অতীতে “লন্ডন বিমানবন্দর” নামে পরিচিত ছিল, বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। এর প্রধান কারণ হলো নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। এই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
হিথ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট” দেখা দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে আসতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”
হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, “যদিও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে তাদের কাজ করছেন, তবে এখনও স্পষ্ট নয় যে কখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে। আমাদের কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” তিনি আরও যোগ করেছেন, বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের “কোনও অবস্থাতেই” এখানে আসা উচিত নয়।
এদিকে, পশ্চিম লন্ডনের হেইস এলাকায় অবস্থিত ওই সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া, আশপাশের বাড়ি থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
আঁখি