ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

ইউক্রেনের জ্বালানিক্ষেত্র সুরক্ষিত রাখতে অভিনব প্রস্তাব ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:২২, ২১ মার্চ ২০২৫

ইউক্রেনের জ্বালানিক্ষেত্র সুরক্ষিত রাখতে অভিনব প্রস্তাব ট্রাম্পের

ছবিঃ সংগৃহীত


ইউক্রেনের জ্বালানিক্ষেত্রগুলিকে রুশ হামলার হাত থেকে সুরক্ষিত রাখতে অভিনব প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্প জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে দেশের জ্বালানিক্ষেত্রগুলির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে আমেরিকা।

মঙ্গলবার রাতে ট্রাম্পের সঙ্গে টেলিফোন-আলোচনায় ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের অসামরিক পরিকাঠামো, জনপদ এবং জ্বালানিক্ষেত্রে আগামী ৩০ দিন হামলা না চালানোর প্রতিশ্রুতি দেন তিনি। পুতিনের এই আশ্বাসেও অবশ্য নিশ্চিত হতে পারছে না ইউক্রেন। এই পরিস্থিতিতে ফোনে জেলেনস্কিকে ট্রাম্পের প্রস্তাব, “জ্বালানিক্ষেত্রগুলি সচল রাখতে আমেরিকা খুবই উপযোগী হতে পারে।”

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে অভূতপূর্ব বাগ্‌যুদ্ধ দেখেছিল গোটা বিশ্ব। যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা-রাশিয়া আলোচনাতেও ঠাঁই হয়নি ইউক্রেনের কোনও প্রতিনিধির। এই আবহেও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, পুতিনের সঙ্গে তাঁর আলোচনার নির্যাস জেলেনস্কিকে জানান মার্কিন প্রেসিডেন্ট।

মুমু

×