ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে, হাজারো মানুষ রাস্তায়!

প্রকাশিত: ০৩:৩৯, ২১ মার্চ ২০২৫

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে, হাজারো মানুষ রাস্তায়!

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে, কারণ তিনি দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। টানা তিন দিন ধরে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে।

বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল তেল আবিব ও জেরুজালেমের প্রধানমন্ত্রীর বাসভবন। পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পানির কামান ব্যবহার ও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শিন বেত প্রধান বরখাস্তের প্রতিবাদকারীরা একত্রিত হয়েছে গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার সিদ্ধান্তের বিরোধিতাকারীদের সঙ্গে। ইসরায়েল ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু করার ফলে ৫৯ জন ইসরায়েলি জিম্মি এখনো গাজায় বন্দী রয়েছেন, যা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ৫৯ বছর বয়সী রিনাত হাদাশি বলেন, "আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের দেশ একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে। আমাদের জিম্মিদের ফেলে দেওয়া হচ্ছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।"

সূত্রঃ রয়টার্স

ইমরান

×