
ছবিঃ সংগৃহীত
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (IT Ministry) অবৈধভাবে সেন্সরশিপের ক্ষমতা বৃদ্ধি করেছে, যা অনলাইন কনটেন্ট সহজেই সরিয়ে ফেলার সুযোগ তৈরি করেছে এবং "অগণিত" সরকারি কর্মকর্তাকে এমন আদেশ কার্যকর করার ক্ষমতা দিয়েছে, এমনটাই অভিযোগ এনেছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (সাবেক টুইটার)।
মোদী সরকারের বিরুদ্ধে সেন্সরশিপ নিয়ে আইনি লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে। X-এর নতুন এই মামলা ভারতে অনলাইন বাকস্বাধীনতা রক্ষার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে।
৫ মার্চ দাখিল করা নতুন মামলায় X দাবি করেছে—
- ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অন্যান্য সরকারি বিভাগগুলোকে একটি বিশেষ সরকারি ওয়েবসাইট ব্যবহার করে কনটেন্ট ব্লক করার আদেশ জারির নির্দেশ দিচ্ছে।
- এই ওয়েবসাইটটি ভারতের আইনি কাঠামোর কঠোর নিরাপত্তা ব্যবস্থা মেনে চলে না।
- কনটেন্ট অপসারণের আদেশ শুধুমাত্র সার্বভৌমত্ব, জনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জারি করার কথা থাকলেও, এই নতুন ব্যবস্থায় কোনো কঠোর আইনি তদারকি ছাড়াই সেন্সরশিপ কার্যকর করা হচ্ছে।
- X-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে এই ওয়েবসাইটে যোগ দিতে বাধ্য করা হচ্ছে।
এই মামলাটি এমন এক সময় সামনে এলো, যখন ইলন মাস্ক তার অন্য দুটি প্রধান প্রকল্প—স্টারলিংক (Starlink) এবং টেসলা (Tesla) ভারতে চালু করার পরিকল্পনা করছেন।
সূত্রঃ রয়টার্স
ইমরান