
ছবিঃ সংগৃহীত
ইসরায়েল যুদ্ধবিরতি কার্যত বাতিল করে বৃহস্পতিবার (২০ মার্চ) গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৯১ ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
দুই মাসের অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতির পর, ইসরায়েল আবারও হামাসের বিরুদ্ধে ব্যাপক আকাশ ও স্থল অভিযান শুরু করেছে। এতে গাজার সাধারণ মানুষ আবারও বাঁচার জন্য পালাতে বাধ্য হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার (২০ মার্চ) জানিয়েছে যে, তারা উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানউন শহর, গাজা সিটির শেজাইয়া জেলা এবং দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অভিযান শুরু করেছে।
গাজার বিভিন্ন আবাসিক এলাকায় লিফলেট ফেলে ইসরায়েলি বাহিনী সাধারণ জনগণকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
২৯ বছর বয়সী সামেদ সামি, যিনি শেজাইয়া থেকে পালিয়ে এক খোলা জায়গায় তাঁবু গেঁড়েছেন, বলেন—
"যুদ্ধ ফিরে এসেছে, বাস্তুচ্যুতি ও মৃত্যু ফিরে এসেছে, আমরা কি এই ধাক্কা টিকে থাকতে পারব?"
সূত্রঃ রয়টার্স
ইমরান