
ছবি : জনকণ্ঠ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। চালানো হচ্ছে স্থল অভিযান।
আল জাজিরা বলছে, ১৯ মার্চ একদিনে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ১৮ মার্চ থেকে নির্বিচার বিমান ও ড্রোন হামলা চালিয়ে প্রায় ২০০ শিশুসহ ৪০০র বেশি মানুষকে ইসরাইলি বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি। আর গাজা কর্তৃপক্ষের হিসেবে, এ দুই দিনে নিহতের সংখ্যা প্রায় ১০০০।
এরই মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এ তো সবে শুরু। এর আগে গাজা থেকে ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ফিলিস্তিনিদের প্রতি সর্বশেষ সতর্কতা জারি করে ইসরাইল।
এমনকি সতর্কতামূলক ভিডিওতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনিদের গাজা ছেড়ে বিশ্বের অন্য কোথাও চলে যেতেও উৎসাহিত করেন। ১৮ মার্চ গাজা স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরাইলি বাহিনী। বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান আবারো শুরু করা হয়েছে।
যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকাগুলো ছেড়ে যেতে গাজাবাসীকে নির্দেশ দেওয়া হয়। আর বিদেশী সরকারগুলোর আহ্বান অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করে ইসরাইল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে হামাস ২৫১ জনকে জিম্মি করেছিল, যার মধ্যে ৫৮ জন এখনো গাজায় বন্ধী। জবাবে সেদিনই ইসরাইলি হামলা শুরুর পর থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। বিশেষ করে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে তার প্রত্যক্ষ সমর্থনে হামাস দমন ও যুদ্ধ থামানোর নামে প্রকাশ্যে গাজা উপত্যকা খালি করতে উঠে পড়ে লেগেছে ইসরাইল।
মো. মহিউদ্দিন