ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

চীনে চার কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ২১:১৩, ২০ মার্চ ২০২৫

চীনে চার কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি : সংগৃহীত

মাদক চোরাচালান সম্পর্কিত অপরাধের দায়ে চার কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে এসব মৃতুদণ্ডের নিন্দা জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, অটোয়ার পক্ষ থেকে একাধিকবার প্রাণভিক্ষার আবেদন সত্ত্বেও চীন সম্প্রতি চার কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। খবর আলজাজিরার।
এই কূটনীতিক আরও বলেন, চীনে কানাডীয়দের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তবে তিনি পরিবারের গোপনীয়তার অনুরোধের কারণে ওই চার কানাডীয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রদান করেননি। কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের মুখপাত্র শার্লট ম্যাকলিওড বলেন, অটোয়া ভুক্তভোগী পরিবারগুলোকে কনস্যুলার সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ড ব্যবহারের বিরোধিতায় অবিচল থাকবে। চীনে পশ্চিমাদের মৃত্যুদণ্ড তুলনামূলকভাবে বিরল ঘটনা। যে চার কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের চীনা নাগরিকত্বও ছিল।

×