ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আজানে কাঁদছে মুয়াজ্জিন, মক্কা থেকে ইহুদিদের জন্য অভিশাপ

প্রকাশিত: ২০:৪৩, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২০:৪৯, ২০ মার্চ ২০২৫

আজানে কাঁদছে মুয়াজ্জিন, মক্কা থেকে ইহুদিদের জন্য অভিশাপ

ছবি : সংগৃহীত

যে মুয়াজ্জিনের আজান মানুষকে কল্যাণের পথে ডাকে, মঙ্গলের জন্য ডাকে, সেই মুয়াজ্জিনের কান্না ভেজা আজানের সুরে আজ ভারী হয়ে উঠেছে আসমান। গাজায় যুদ্ধবিরতি ভেঙে আবারো ইসরাইলের নৃশংস হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক আজানের সুর ক্ষতবিক্ষত করেছে কোটি কোটি মুসলমানের হৃদয়।

অন্যদিকে পবিত্র মক্কায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে, অপরদিকে ধ্বংস কামনা করা হয়েছে ইসরাইলের জন্য।

‘হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ’ বলে ডাকছেন গাজার এক মসজিদের মুয়াজ্জিন। যার অর্থ ‘কল্যাণের জন্য এসো, মঙ্গলের জন্য এসো’। কিন্তু মানবজাতির জন্য কল্যাণ ও মঙ্গল কামনাকারী মুয়াজ্জিনের সেই আজানের সুর ছিল কান্না ভেজা। মুয়াজ্জিন আজান দিতে দিতে কাঁদছিলেন। তার কন্ঠে যেন লুকিয়েছিল সমগ্র ফিলিস্তিনের বেদনা, গাজার অসহায় মানুষের আর্তনাদ।

যে আজানের সুর ক্ষতবিক্ষত করেছে কোটি কোটি মুসলমানের হৃদয়। গত সোমবার মধ্যরাতে ঘুমিয়েছিলেন গাজাবাসী। সেই সময় যুদ্ধবিরতি ভেঙে ঠিক সেহরির আগ মুহূর্তে ঘুমন্ত গাজাবাসীর উপর আবার অতর্কিত হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। বোমার আঘাতে নিহত হন ৪০৪ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

চারিদিকে ধ্বংসস্তুপ, ধোঁয়া আর আর্তনাত। গাজায় নেমে আসে বিভীষিকাময় এক রাত।

তারপরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই আজান। যদিও এই আজানটি গত বছরে গাজা ইসরাইলের নৃশংসতার পর কোন একটি মসজিদ থেকে ভেসে এসেছিল। গাজায় নতুন করে এমন হামলার পর ভিডিওটি আবারো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তারাবির নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন বিশ্ববিখ্যাত আলেম শায়েখ আব্দুর রহমান আস সুদাইস। এদিন কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লি ফিলিস্তিনের শোষিত জনগণের জন্য বিশেষ দোয়া করেন।

শায়ক আব্দুর রহমান আস সুদাইস ফিলিস্তিনের উপর আক্রমণকারীদের ধ্বংস কামনা করেন এবং আল্লাহর কাছে তাদের বিচার দাবি করেন। মোনাজাতের এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। তাদের চোখে ছিল সমবেদনা এবং গভীর দুঃখের ছাপ। এই বিশেষ দোয়া কেবল ফিলিস্তিনের জনগণের এর জন্যই নয়, বরং বিশ্বের অন্যান্য অত্যাচারিত মুসলিম সম্প্রদায়ের জন্য ছিল একটি ঐক্যবদ্ধ আহ্বান।

মো. মহিউদ্দিন

×