
ছবি: সংগৃহীত।
আগামী ২৯ মার্চ আরব দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকরা। এর মানে হচ্ছে, এবারের রোজা ৩০টি পূর্ণ হতে পারে। তাই আরব দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন হতে পারে ৩১ মার্চ (সোমবার)।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তারা আরও বলছে, বিশ্বের কোনো না কোনো স্থান থেকে পরবর্তী দিন রবিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা আসতে পারে, কারণ সেসব অঞ্চলে চাঁদ দেখার জন্য চিরায়ত পদ্ধতি ব্যবহার করা হয়।
এছাড়া, ২৯ মার্চ শনিবার দুপুরে পশ্চিম আরব বিশ্বে, বিশেষ করে মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া এবং তিউনিসিয়ায় আংশিক সূর্যগ্রহণ ঘটবে। সূর্যগ্রহণ একটি স্পষ্ট জ্যোতির্বিদ্যা ঘটনা, যা খালি চোখে দেখা যায়। এটি একধরনের প্রমাণ হিসেবে কাজ করে যে, ওই সময় বা তার পরবর্তী সময়ে শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়।
এতে করে ইসলামিক ক্যালেন্ডারের নির্দিষ্ট হিসাব অনুযায়ী, ঈদুল ফিতরের জন্য মুসলিমদের অপেক্ষা আরও কিছুটা বাড়তে পারে।
নুসরাত