ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

মৃত মোঘল সম্রাট আওরঙ্গজেবকে নিয়েও ভারত কেন আতঙ্কিত?

প্রকাশিত: ১৭:১৮, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৭:২২, ২০ মার্চ ২০২৫

মৃত মোঘল সম্রাট আওরঙ্গজেবকে নিয়েও ভারত কেন আতঙ্কিত?

প্রতীকী ছবি

প্রায় ৩০০ বছর আগে মৃত এক মানুষকে নিয়ে ভয়ে কাঁপছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। তারা এতটাই ভীতসন্ত্রস্ত যে, মোঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরানোর দাবিতে জ্বালাও-পোড়াও শুরু হয়েছে দেশটিতে।

মৃত্যুর এত বছর পরও কেন মোঘল সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে এত তুলকালাম কাণ্ড? তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি, যেন জীবিতের চেয়ে মৃত এই সম্রাট আরও বেশি শক্তিশালী।

সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে হিন্দি ভাষার সিনেমা 'ছাবা'। এবার আওরঙ্গজেবের আগমন এই সিনেমারই হাত ধরে। মোঘল এই সম্রাটের কাছে পরাস্ত হয়ে মারাঠা রাজা সম্ভাজী মহারাজের মৃত্যু হয়েছিল। সিনেমায় দেখানো হয়, আওরঙ্গজেবের অবর্ণনীয় অত্যাচারে মৃত্যু হয় সম্ভাজীর।

সম্রাট আওরঙ্গজেবের এমন চরিত্রায়ন ক্ষুব্ধ করে তোলে ভারতের হিন্দুত্ববাদীদের, অশান্ত হয়ে ওঠে মহারাষ্ট্র। রাজ্য থেকে আওরঙ্গজেবের সমাধি সরানোর পুরনো দাবি ফের হয়ে ওঠে জোরালো।

আরো একবার আওরঙ্গজেব চলে আসেন ভারতের রাজনীতির কেন্দ্রে। ১৬৫৮ থেকে ১৭০৭ সাল পর্যন্ত দীর্ঘ ৪৯ বছর ভারত শাসন করেন সম্রাট আওরঙ্গজেব। তাঁর আমলেই মোঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃত হয়, তবে তাঁর মৃত্যুর পরেই কার্যত মোঘল সাম্রাজ্যের পতন ঘটে।

মহারাষ্ট্রের সম্ভাজীনগরের খুলদাবাদ এলাকায় রয়েছে তাঁর সমাধি। এটি রক্ষণাবেক্ষণ করে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ। হিন্দুত্ববাদী শক্তিগুলোর দাবি আওরঙ্গজেব একজন নিষ্ঠুর খলনায়ক ছিলেন, তাদের চোখে তিনি শত শত মন্দির ধ্বংসকারী, নির্যাতনকারী ও হিন্দুবিদ্বেষী একজন শাসক।

তাইতো উগ্র হিন্দুত্ববাদের টার্গেটে পরিণত হয়েছে আওরঙ্গজেবের সমাধি। এটি সরিয়ে নেওয়া না হলে সেখানে বাবরি মসজিদের মত পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে 'বিশ্ব হিন্দু পরিষদ' এবং 'বজরং দল' নামে দুটি হিন্দুত্ববাদী গোষ্ঠী। সমাধি অপসারণে বিজেপি নেতাদের দাবির প্রতি সমর্থনও জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=xYXZr-M4ljk

 

রাকিব

×