
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভয়াবহ হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা।
তারা গাজায় শান্তি প্রতিষ্ঠায় বাইডেন প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবিতে স্লোগান দেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
বিক্ষোভকারীরা বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইসরায়েলের প্রতি সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।
শিলা ইসলাম