ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

কাবা শরীফে ইসরায়েলের ধ্বংসের জন্য দোআ, ফিলিস্তিনের বিজয় কামনা

প্রকাশিত: ১৪:৩৩, ২০ মার্চ ২০২৫

কাবা শরীফে ইসরায়েলের ধ্বংসের জন্য দোআ, ফিলিস্তিনের বিজয় কামনা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের বিজয় কামনা করে দোআ করা হয়েছে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে।

মঙ্গলবার (১৮ মার্চ) তারাবির নামাজের পর এই দোআ করেন শায়খ আব্দুর রহমান। এসময় অন্যায়ভাবে জুলুম নিপীড়িন চালিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়৷ এসময় কান্নায় ভেঙ্গে পড়েন হাজারো মুসল্লি।

সূত্র : https://youtu.be/lO9dJHIKBoo?si=eiU3yw_FqsOjKbEm

আসিফ

×