ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

চীনে চালু হলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ‘ডার্ক ফ্যাক্টরি’ , চলবে আলো-শ্রমিক ছাড়াই

প্রকাশিত: ১১:৩২, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৩, ২০ মার্চ ২০২৫

চীনে চালু হলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ‘ডার্ক ফ্যাক্টরি’ , চলবে আলো-শ্রমিক ছাড়াই

ছবি: সংগৃহীত

শিল্প খাতে বিপ্লব ঘটিয়ে চীন চালু করেছে ‘ডার্ক ফ্যাক্টরি’—এক ধরনের সম্পূর্ণ স্বয়ংক্রিয় কারখানা, যেখানে শ্রমিকের প্রয়োজন নেই, এমনকি আলোরও দরকার হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক প্রযুক্তি এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের মাধ্যমে এসব কারখানা পরিচালিত হয়, যা উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি ব্যয় সাশ্রয়েও কার্যকর ভূমিকা রাখবে।

ডার্ক ফ্যাক্টরিগুলো সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সক্ষম। এখানে কাঁচামাল ব্যবস্থাপনা, অ্যাসেম্বলি, প্যাকেজিং ও গুণগত মান যাচাই পর্যন্ত সবকিছু স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। যেহেতু মানুষের উপস্থিতি দরকার নেই, তাই আলোর প্রয়োজন হয় না, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়তা করে।

এআই-চালিত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি পণ্য বিশ্লেষণ করে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে, যা পণ্যের গুণগত মান নিশ্চিত করে। বিশেষ করে ইলেকট্রনিকস ও ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য এসব কারখানায় স্বয়ংক্রিয় বাতাস পরিশোধন ব্যবস্থা রয়েছে, যা দূষণমুক্ত উৎপাদন নিশ্চিত করে।

চীনের এই উদ্ভাবনী উদ্যোগ শিল্প খাতে বড় ধরনের পরিবর্তন আনবে। যদিও প্রচলিত শ্রমিকের চাহিদা কমে যেতে পারে, তবে এআই, রোবটিক্স ও ডেটা সায়েন্সের দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
 

কানন

×