ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার

প্রকাশিত: ০৯:৩৬, ২০ মার্চ ২০২৫

সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার

ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বুধবার পৃথিবীতে ফিরে আসেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতাকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন।

মমতা বলেন, ‘এ ঘটনা ভারতবাসীর গর্ব। তাই সুনিতাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।’

সুনিতা মহাকাশে ৯ মাস অবস্থান করার পর, বুধবার সুনিতাসহ মোট চার নভোচারী পৃথিবীতে ফিরে আসেন। অন্য তিন নভোচারী হলেন বুচ উইলমোর, নিক হেগ ও আলেকসান্দর গরবুনোভ।

সুনিতাদের নিরাপদ প্রত্যাবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ প্রকাশ করে বলেন, “আপনাদের সাহস, প্রত্যাবর্তন ও সর্বোপরি মানবজাতির গৌরবের জন্য শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।”

বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে সুনিতাসহ অন্যান্য নভোচারীদের বহনকারী ক্যাপসুলটি ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে অবতরণ করে। সেখানে আগে থেকেই একটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন ছিল।

বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় মমতা এই দাবি জানিয়ে বলেন, সুনিতার এই সাফল্য পুরো দেশ এবং বিশ্বের জন্য গর্বের।

সুনিতার জন্ম গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে। তাঁর বাবা দীপক পান্ড্য ছিলেন একজন চিকিৎসক, যিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মারা যান।

গুজরাটের গ্রামের বাড়িতে সুনিতার সাফল্যে আনন্দ উৎসব চলছে। তাঁর স্বজনরা জানিয়েছেন, শিগগিরই ভারতে আসবেন তিনি।

সজিব

×