ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

গাজায় নতুন স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, একদিনে নিহত অন্তত ২০ ফিলিস্তিনি

প্রকাশিত: ২২:৫১, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫১, ১৯ মার্চ ২০২৫

গাজায় নতুন স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, একদিনে নিহত অন্তত ২০ ফিলিস্তিনি

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে। এর আগে টানা দ্বিতীয় দিনের বিমান হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

এই স্থল অভিযান এমন এক সময়ে শুরু হলো, যখন একদিন আগেই ৪০০-র বেশি ফিলিস্তিনি বিমান হামলায় নিহত হন, যা এই সংঘাত শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এই হামলা কার্যত জানুয়ারি থেকে চলা অস্ত্রবিরতিকে ভেঙে চুরমার করে দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের নতুন অভিযানে গাজার কেন্দ্রস্থলে অবস্থিত নেটজারিম করিডোরের ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। এই করিডোরটি গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করে। ইসরায়েল বলছে, এটি একটি "নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক" সামরিক অভিযান, যা গাজার উত্তরের সঙ্গে দক্ষিণের সংযোগ দুর্বল করার জন্য পরিচালিত হচ্ছে।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় বুধবার গাজার কেন্দ্রে তাদের সদর দপ্তরে একজন বিদেশি কর্মী নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা হামাসের একটি স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছে, যেখানে ইসরায়েলে রকেট হামলার প্রস্তুতি চলছিল বলে তাদের গোয়েন্দা তথ্য ছিল।

জাতিসংঘের প্রকল্প পরিচালনা সংস্থার নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা বলেন, "ইসরায়েল জানত যে এটি জাতিসংঘের একটি ভবন, যেখানে মানুষ বসবাস, অবস্থান এবং কাজ করছিল। এটি খুবই পরিচিত একটি স্থাপনা।"

অন্যদিকে, ইসরায়েল বলেছে, তারা হামাসকে নির্মূল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই সর্বশেষ অভিযান তাদের পরিকল্পনার "শুধু শুরু" মাত্র।

সূত্রঃ রয়টার্স

ইমরান

×