ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ২০:৪৯, ১৯ মার্চ ২০২৫

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু

তিউনিসিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে একাধিক নৌকাডুবির ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৬১২ জন অভিবাসীকে। দেশটির উপকূলরক্ষী বাহিনী ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার ন্যাশনাল গার্ড বলেছে, উদ্ধার করা অভিবাসীদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। তাদের সবাই সাব সাহারা আফ্রিকার অভিবাসী বলেও জানানো হয়েছে। অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চেয়েছিলেন। খবর রয়টার্সের।
তিউনিসিয়ার পূর্বাঞ্চলীয় স্ফ্যাক্স উপকূলে অভিবাসীদের বাঁচাতে রাতভর একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল গার্ড। উদ্ধার অভিযানের পর কিছু ছবিও প্রকাশ করেছে তারা। ছবিগুলোতে নারী ও শিশুসহ ক্লান্ত মানুষদের দেখা যায়। তাদের মধ্যে কয়েকজনকে দেখে মনে হচ্ছিল তারা বুঝি মারা গেছেন। কাউকে কাউকে দেখা গেছে বয়া ধরে কোনোরকম ভেসে আছেন। অন্য একটি ছবিতে দেখা গেছে, এক নারী উদ্ধারকারী নৌকায় একটি শিশুকে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন।

×