ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

৪০০ মানুষ হত্যার পরও থামছে না বর্বরতা, তবে কি বারুদপোড়া গন্ধেই ঈদ কাটাবে গাজাবাসী?

প্রকাশিত: ১৭:১৮, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৪৯, ১৯ মার্চ ২০২৫

৪০০ মানুষ হত্যার পরও থামছে না বর্বরতা, তবে কি বারুদপোড়া গন্ধেই ঈদ কাটাবে গাজাবাসী?

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ৪০০ এরও বেশি মানুষ হত্যার পরও থামছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্বরতা। ঘোষণা দিয়েই নৃশংসতা চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতি পাঁচ থেকে ছয় সেকেন্ড পর পর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ।

গত দুই দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে, আহত ৫০০ এরও বেশি ফিলিস্তিনি। এত রক্তপাতের পরও নেতানিয়াহুর হুঁশিয়ারি, এটা কেবল শুরু, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান।

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি কার্যকর থাকায় এবার হামলা আতঙ্ক ছাড়াই ঈদ উদযাপনের প্রত্যাশা ছিল গাজার শিশুদের। পবিত্র রমজানেই শুরু হয়েছিল আমেজ। তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের হামলায় চুরমার হয়ে গেল সেই স্বপ্ন।

গত মঙ্গলবার থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, বাদ যাচ্ছে না উপত্যকার কোনও প্রান্ত। উত্তরের বেইত লাহিয়া থেকে শুরু করে দক্ষিণে রাফা পর্যন্ত রাতভর বোমা বর্ষণ করেছে তেল আবিব।

হতাহতদের বেশিরভাগই শিশু। দুদিনে ৪০০ এর বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়ার পরও যেন রক্তের নেশায় মত্ত ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটা কেবল শুরু, পূর্ণশক্তি নিয়ে হামাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ ফিলিস্তিনিরা নয়, নেতানিয়াহর দাবি, তাদের হামলার টার্গেট শুধু হামাস।

উপত্যকার ওপর দিয়ে এখনও অনবরত উঠছে ড্রোন। হেলিকপ্টার দিয়ে গুলি বর্ষণ করা হয়েছে জয়তুন ও মধ্য গাজাসহ বিভিন্ন স্থানে। নতুন করে হামলায় আরও একবার বাস্তুচ্যুত হয়ে পথে নেমেছে লাখ লাখ ফিলিস্তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=J1nJSwJ5oys

রাকিব

×