
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম দামি কোম্পানি টেসলা এক অভূতপূর্ব সংকটের মুখে পড়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে ৭৬৩ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে প্রতিষ্ঠানটি! বিশ্লেষকরা বলছেন, অটোমোবাইল শিল্পের ইতিহাসে এমন পতনের কোনো নজির নেই।
টেসলার বাজারমূল্যের ভয়ংকর পতন:
২০২৪ সালের শেষদিকে: ১.৫৪ ট্রিলিয়ন ডলার
২০২৫ সালের মার্চ: ৭৭৭ বিলিয়ন ডলার
মোট ক্ষতি: ৪৯% পতন
বিশ্লেষকদের মতে, টেসলার এই ভয়ংকর ধসের পিছনে দুটি বড় কারণ রয়েছে:
১. বিশ্ববাজারে বিক্রি কমে যাওয়া – বৈদ্যুতিক গাড়ির চাহিদা হঠাৎ কমে গেছে, প্রতিযোগীরা বাজারে আরও সাশ্রয়ী বিকল্প আনছে।
২. ইলন মাস্কের রাজনীতিতে জড়ানো – মাস্কের বিতর্কিত মন্তব্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতা ব্র্যান্ডের ইমেজ ক্ষতিগ্রস্ত করেছে, যার প্রভাব সরাসরি বিক্রিতে পড়েছে।
বিশ্বজুড়ে টেসলার সংকট!
জেপি মর্গানের বিশ্লেষকরা বলছেন, এর আগে কোনো গাড়ি নির্মাতা এত দ্রুত এত বড় বাজারমূল্যের পতনের শিকার হয়নি। ২০১২ ও ২০১৭ সালে জাপানি ও কোরিয়ান গাড়ির বিক্রি চীনে কমে গিয়েছিল কূটনৈতিক সংকটের কারণে, কিন্তু সেটি ছিল একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। কিন্তু টেসলার পতন সারা বিশ্বেই ঘটছে!
এগিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বীরা!
বিশ্লেষকরা বলছেন, চীনা ইভি কোম্পানি BYD এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা এখন দ্রুত বাজার দখল করছে। টেসলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে কোম্পানির পরবর্তী পদক্ষেপের ওপর।
টেসলা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ইতিহাসের অন্যতম বড় ব্যর্থতার গল্প হয়ে থাকবে? সেটা জানতে এখন সবাই অপেক্ষায়।
কানন