ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আওরঙ্গজেব এখন প্রাসঙ্গিক নয়!

প্রকাশিত: ১৬:২৫, ১৯ মার্চ ২০২৫

আওরঙ্গজেব এখন প্রাসঙ্গিক নয়!

ছবি: সংগৃহীত

নাগপুরে আওরঙ্গজেবের মাজারকে কেন্দ্র করে সম্প্রতি সংঘর্ষের পর, আরএসএস-এর সিনিয়র সদস্য সুনীল আম্বেকর বলেন, "আওরঙ্গজেব আজকের দিনে প্রাসঙ্গিক নয়, এবং কোন ধরনের সহিংসতা সমাজের জন্য ভাল নয়।" সংঘর্ষে ৩০ জনের বেশি, প্রধানত পুলিশ কর্মী, আহত হন।

বিগত সপ্তাহে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আওরঙ্গজেবের মাজার সরানোর দাবি জানিয়ে আন্দোলন চালায়। এই আন্দোলনের সময়, আওরঙ্গজেবের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছিল, যার পর কিছু ধর্মীয় বিষয় পুড়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। এতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে।

পুলিশ জানায়, সহিংসতার মূল পরিকল্পনাকারী, মাইনরিটি ডেমোক্রেটিক পার্টিরও নেতা ফাহিম শামীম খানকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ-এর কাজকর্মী সভাপতি আলোক কুমার বলেন, "আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ, সহিংসতা উদ্রেকের কোনও প্রচেষ্টা ছিল না।"

এদিকে, আওরঙ্গজেবকে কেন্দ্র করে মুম্বাই এবং মহারাষ্ট্রে বিতর্ক নতুন কিছু নয়। ১৭শ শতকের এই মুঘল সম্রাটের ইতিহাস নিয়ে বিতর্ক চলতে থাকে, বিশেষ করে 'ছাঁওয়া' সিনেমার মুক্তির পর, যা মারাঠা রাজা শিবাজী মহারাজের জীবন এবং আওরঙ্গজেবের হাতে তার মৃত্যুর কাহিনী তুলে ধরে।

 

 

তথ্যসূত্র: https://www.indiatoday.in/india/story/nagpur-violence-aurangzeb-tomb-controversy-rss-sunil-ambekar-2695736-2025-03-19

আবীর

×