ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

পাকিস্তানে স্বামীর পরকীয়া ধরে ফেলায় স্বামীর দ্বারা স্ত্রীর উপর অগ্নিসংযোগ

প্রকাশিত: ১৬:১১, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১৬:১১, ১৯ মার্চ ২০২৫

পাকিস্তানে স্বামীর পরকীয়া ধরে ফেলায় স্বামীর দ্বারা স্ত্রীর উপর অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে এক নারীর উপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যখন তিনি তার স্বামীর অন্য মহিলার সাথে সম্পর্কের প্রতিবাদ করেন। তাকে শারীরিকভাবে নির্যাতন করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে তার ৪০ শতাংশ পুড়ে গেছে। ঘটনার পর, স্বামী পালিয়ে যায় এবং কয়েক দিন পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

প্রতিবেদনে জানা গেছে, ওই নারী অনেক দিন ধরেই তার স্বামীর নির্যাতনের শিকার ছিলেন। বর্তমানে তিনি করাচির সিভিল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। পুলিশ তার স্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পাকিস্তানে প্রতি বছর প্রায় ৩০০ নারী স্বামীর হাতে পুড়িয়ে হত্যা হন, এমনটি সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে। পাকিস্তানের মানবাধিকার কমিশন ও নারী নির্যাতনের মামলায় নিম্ন আদালতের শাস্তির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা দেশটির আইনি ব্যবস্থার দুর্বলতা প্রতিফলিত করে।

পাকিস্তানে ২০২৪ সালে মোট ৩২,৬১৭টি লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা রিপোর্ট হয়েছে, যার মধ্যে ধর্ষণ, অপহরণ, গৃহস্থালি সহিংসতা এবং সম্মান হত্যা অন্তর্ভুক্ত। তবে, এইসব ঘটনার জন্য শাস্তির হার অত্যন্ত কম, যা নারী এবং শিশুদের জন্য আইনের সুরক্ষা নিশ্চিত করা কঠিন করে তোলে।

 

তথ্যসূত্র: https://www.ndtv.com/world-news/pakistani-woman-objects-to-husbands-extramarital-affairs-he-burns-her-7957311

আবীর

×