
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশ্বস্ত করেছেন যে, আগামী ৩০ দিনের জন্য ইউক্রেনের শক্তিকেন্দ্রগুলোর ওপর কোনো আক্রমণ চালানো হবে না। হোয়াইট হাউস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির একটি সম্ভাব্য দিক উন্মোচিত হয়েছে।
গত সপ্তাহে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হন। তবে প্রশ্ন ছিল, পুতিন এতে সম্মত হবেন কি না। শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে দুই ঘণ্টার ফোনালাপের পর রাশিয়া সাময়িকভাবে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে, ইউক্রেনকে বিদেশি সামরিক সহায়তা বন্ধ করতে হবে। পুতিন জোর দিয়ে বলেছেন, ‘‘রাশিয়ার বোলগোরেয়ায় ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হবে।’’
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের কারণে দুই দেশেরই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। তাই এখন মানবকল্যাণকে প্রাধান্য দেওয়া উচিত।
আশিক